নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ২৩ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের বেহাল পরিষেবা নিয়ে ফের সমালোচনা মুখর উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । বিগত করোণাকাল থেকে স্বাস্থ্য বিভাগের কোভিড মহামারি নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উত্থাপন করে মঙ্গলবার ফের সরব তিনি । দফায় দফায় অভিযোগ জানানো সত্বেও হাল ফিরেনি জেলার স্বাস্থ্য ব্যবস্থার । বিগত সাত দিন থেকে কোন কারনে করিমগঞ্জ জিলায় পিসিআর টেস্ট বন্ধ, সে নিয়ে প্রশ্ন তোলেন তিনি । সমালোচনা মুখর হয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বিগত ১৭ সেপ্টেম্বর থেকে জেলায় বন্ধ রয়েছে পিসিআর টেস্ট । যার একমাত্র কারণ জিলায় কিট না থাকা । তিনি বলেন যে গত দুদিন থেকে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি প্রতিটি স্কুলে পাঠদান শুরু হয়েছে ।শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষকদের পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু গত সোমবার থেকে জেলায় স্কুল খুললেও পিসিআর টেস্ট কিন্তু করা হয়নি শিক্ষকদের । প্রথমদিকে শিক্ষক শিক্ষিকাদের পিসিআর টেস্ট করানোর জন্য দিন তারিখ ঠিকানা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হলে পরবর্তীতে বরাক উপত্যকায় জুড়ে লকডাউনের কারনে সেগুলি বাতিল করে দেওয়া হয় । কিন্তু লকডাউন শেষ হওয়ার পর স্বাস্থ্য বিভাগ আর টেস্টের ব্যবস্থা করেনি । অন্যদিকে সোমবার থেকে শুরু হয়েছে জিলার স্কুলগুলিতে পাঠদান । অধিকাংশ শিক্ষকদের পিসিআর টেস্ট না করে যোগ দিতে হয়েছে কর্মস্থলে । তোপ দাগতে গিয়ে উত্তর করিমগঞ্জের বিধায়ক আরও বলেন যে, শিক্ষা বিভাগের শিক্ষকের প্রতি উদাসীনতা, শিক্ষক শিক্ষিকাদের অবমাননা করা, শিক্ষা গুরু হিসাবে শিক্ষকদের উপরে মানসিক চাপ সৃষ্টি করা তার জন্য কিন্তু আসাম সরকার স্বাস্থ্য বিভাগ সম্পূর্ন দায়ী । মানসিক চাপ থাকা অবস্থায় একজন শিক্ষক কিভাবে স্কুলে সুষ্ঠভাবে পাঠদান করাবেন তার প্রশ্ন উত্থাপন করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ । সমালোচনা করতে গিয়ে বিভাগীয় মন্ত্রীকে একহাত নেন তিনি । বলেন, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী যখন একের পর এক তৎপরতা দেখাচ্ছেন তখন জেলা জুড়ে কিটের অভাব । আরটিপিসিআরের বদলে স্বাস্থ্য বিভাগের থেকে গত সাত দিন থেকে শুধু মাত্র রেপিড টেস্ট করা হচ্ছে । মোটের কথায় বিভাগীয় মন্ত্রীর নির্দেশ, ভাষনবাজি আর করিমগঞ্জ জেলার স্বাস্থ্য পরিষেবার বর্তমান চিত্রের মধ্যে বিস্তর ফারাখ রয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ।
সাত দিন থেকে বন্ধ পিসিআর টেস্ট : সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝারলেন বিধায়ক কমলাক্ষ
Posted On: Wednesday, September 23, 2020 10:13 PM