
করুণা দেব: স্যাট:নিউজ: ১৯সেপ্টেম্বর: ত্রিপুরায় ড্রাগস পাচার করতে গিয়ে আটক আসামের এক যুবক। আসাম-ত্রিপুরা সীমান্তের প্রেমতলা এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে দুই প্যাকেটে ৪৫ গ্রাম ড্রাগছ জব্দ করে ত্রিপুরা পুলিশ। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে জানা গেছে। সেইসঙ্গে হাতেনাতে আটক করতে সক্ষম হয় বাবলু দাস(১৯) নামের এক যুবককে । তার ঘর করিমগঞ্জ জেলার লোয়াইরপোয়ায়। ত্রিপুরা রাজ্যের কদমতলা থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে শুক্রবার রাত ১১ টা নাগাদ অভিযান চালালে ড্রাগস সহ যুবকটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ । এনিয়ে কদমতলা থানার পুলিশ 49 নম্বরের ভারতীয় দণ্ডবিধির 22(c)/8 NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। ধৃত নেশা কারবারিকে শণিবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করার কথা ।