satnewsnetwork

দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের বিরুদ্ধে অপপ্রচার, মামলা

খবর

জগবন্ধু রায়: করিমগঞ্জ: ১২সেপ্টেম্বর: অগপর সাথে তার নাম জুরে দেওয়ার ঘটনা বিরোধীদের অপপ্রচার বলে জানালেন খোদ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান। তিনি বলেন, আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দক্ষিণ করিমগঞ্জ আসনটি এআইইউডিএফ দলের অনুকুলে যাওয়ার খবর চাউর হতেই দুষ্টচক্রটি মাঠে নেমে পড়েছে। আমার সম্মান হানি করতে সোস্যাল মিডিয়ায় মিথ্যা গল্প সাজিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান আরও বলেন, একটি দুষ্টচক্র সোসাল মিডিয়ায় অগপ দলের সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরার সঙ্গে আমার ছবি সংযুক্ত করে পোষ্টার বানিয়ে অপপ্রচার চালাচ্ছে। আর এতে অগপ দলকে শক্তিশালী করার আহ্বান করা হয়েছে। এমনকি পোষ্টারটির প্রকাশক হিসাবেও আমাকে দেখানো হয়েছে।

newsঅথচ আমি এআইইউডিএফ দলের বিধায়ক। আগামী ২০২১এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের বর্তমান দলীয় বিধায়ক হিসাবে মনোনয়ন পাওয়ার শক্ত দাবিদার। দলের সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমীর উপর আমি পুরোপুরি আস্থাশীল। দক্ষিণ করিমগঞ্জ আসনে তিনি আমাকেই দলীয় মনোনয়ন প্রদান করবেন। আসলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর বিরুদ্ধে আমি করিমগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছি। দলের যুব শাখা এনিয়ে রাতাবাড়ি থানায় একটি এজাহার দায়ের করেছে। বিধায়ক আজিজ আহমদ খান বলেন, বিভিন্ন ভাবে অপপ্রচার চলছে দক্ষিণ করিমগঞ্জে মনোনয়ন পাওয়া নিয়ে। কিন্তু সব কিছু অনুমান সাপেক্ষে চলছে, চুড়ান্ত কিছুই হয়নি। কংগ্রেস-এআইইউডিএফ ও অন্যান্য দলের মহাজোট গঠনের সিদ্ধান্ত হয়েছে মাত্র। কে কোথায় এবং কোন কোন আসনে লড়বে তা এখনো আলোচনা পর্যন্ত হয়নি। যার দখলে যে আসন আছে সেই আসন গুলো বাদ দিয়ে বাদবাকি আসন নিয়ে আলোচনা হবে। দক্ষিণ করিমগঞ্জ এআইইউডিএফের আছে এবং এখানে জোট শরিক অন্য কোন দলের মনোনয়ন পাওয়ার প্রশ্নই উঠতে পারেনা। তাই সকল অপপ্রচারের উর্দ্ধে উঠে ২০২১এর নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জে দলীয় প্রার্থীকে জয়ী করতে, দলীয় তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের কাছে আহ্বান জানান বিধায়ক আজিজ আহমদ খান।

Posted On: Saturday, September 12, 2020 7:19 PM
blog comments powered by Disqus