নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১৪সেপ্টেম্বর: এপিএস সি পরীক্ষাতে হিন্দি ভাষাকে পুনর্বহালের দাবিতে অনশনে বসল হিন্দিভাষী ছাত্র সংগঠন। আসাম চা ছাত্র সংস্থার উদ্যোগে আয়োজিত প্রতিবাদ কার্যসূচিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় করিমগঞ্জ জেলা সদরে। সোমবার চা ছাত্রসংস্থার ছাত্ররা করিমগঞ্জের জেলাশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সাব্যস্ত করেন। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে এক স্মারকপত্র তুলে দেন করিমগঞ্জের জেলাশাসকের কাছে।
গত ৮ তারিখ এক নির্দেশ যোগে এপিএসসি পরীক্ষায় হিন্দি ভাষা চয়ন তুলে নেয় রাজ্য সরকার। এরই প্রতিবাদে সোমবার আসাম চা ছাত্র সংস্থা ও প্রাক্তন ছাত্র সংস্থা ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করে। প্রতিবাদের অঙ্গ হিসেবে জেলাশাসকের কার্যালয়ের সামনের ধর্ণা শেডে এদিন অনশনেও বসেন তারা। আন্দোলনকারীরা জানান, রাজ্যের বর্তমান বিজেপি সরকারের কথা এবং কাজে কোন মিল নেই। সকল ভাষা গোষ্ঠীর মানুষের সমান অধিকার থাকার প্রতিশ্রুতি দিলেও আসামে বসবাস করা ৪৫ শতাংশ হিন্দিভাষীর উপর কেন এমন অন্যায় করা হয়েছে। এপিএসসিতে হিন্দি ভাষা সরিয়ে নেওয়াই প্রমাণ করে হিন্দি ভাষার উপর কতটুকু স্বহৃদয় রাজ্য সরকার। পাশাপাশি তারা অনুরোধ জানান রাজ্য সরকার যাতে এপিএসসিতে হিন্দি ভাষাকে অন্তর্ভুক্ত করে। চা জনজাতির মানুষরা তাদের নিজেদের মাতৃভাষা থেকে যেন বঞ্চিত না হন। তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, সোমবার শুধু একদিনের জন্যই তারা অনশনে বসেছিলেন। যদি রাজ্য সরকার তাদের দাবি মেনে হিন্দি ভাষাকে এপিএসসি পরীক্ষায় অন্তর্ভুক্ত না করে তাহলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন শুরু করবেন। তারা আরো জানান 'সবকা সাথ সবকা বিকাশ' এই স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার কেন তাদের সাথে অন্যায় করছে। এদিন প্রতিবাদ শেষে এক স্মারকপত্র তারা জেলাশাসক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রেরণ করেন।
APSC পরীক্ষায় হিন্দি ভাষা বহাল রাখতে চা ছাত্র সংস্থার আন্দোলন
Posted On: Monday, September 14, 2020 4:31 PM