satnewsnetwork

দক্ষিণ করিমগঞ্জে সম্মুখ সমরে সিদ্দেক - আজিজ

খবর

মনোজ মোহান্তি: স্যাট নিউজ: ২৩ সেপ্টেম্বর:  আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে দক্ষিণ করিমগঞ্জে রাজনীতি সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন ক্ষণ এখনো ঘোষণা হয়নি এর মধ্যেই একে অন্যকে আক্রমনের তীরে শান দিচ্ছে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ ও দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আজিজ আহমদ খান। প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদ বিধায়ক আজিজ আহমদ খান কে এক্সিডেন্টল বিধায়ক ও ভাষা জ্ঞান নেই বলে উল্লেখ করেছেন। প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের এই অভিযোগের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিধায়ক আজিজ আহমদ খান। এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিগত পনেরো বছরে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল। বিশেষ একটি সম্প্রদায়ের জনগণের উপর কীভাবে নির্যাতন করা হয়েছে তা সমষ্টির জনগন এখনো ভুলে যাননি। গোটা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টি জুড়ে চুরি, ডাকাতি , খুনের ঘটনায় গ্রাস করে ফেলেছিল । পলডহর জিপির চরগোলা বাজারে তৎকালীন মন্ত্রী ঘনিষ্ঠদের দায়ের ঝলকানি আজ জনগণের মনে আছে । বিধায়ক আজিজ আহমদ খান আরও বলেন, উন্নয়ন কতটুকু হয়েছে তা কারো মুখে বললে হবে না। শাসক দলের বিধায়ক এমনকি কেবিনেট মন্ত্রী হয়ে ও দক্ষিণ করিমগঞ্জে একটি উন্নয়ন খন্ড যিনি স্থাপন করতে পারেন নি তিনি অভিযোগ করছেন আমি উন্নয়ন করতে পারিনি। উন্নয়ন যদি তার কথা মতো কম হয়ে থাকে তবে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা আছে । কোন বিশেষ সম্প্রদায়ের জনগণের উপর আগের মতো নির্যাতনের ঘটনা ঘটেছে না। দীর্ঘ পনেরো বছরের ত্রাসের রাজত্বের অবসান ঘটেছে।বিধায়ক বলেন প্রাক্তন মন্ত্রী আমার ভাষা জ্ঞান বলে অভিযোগ করেছেন। তার অভিযোগ সত্য। আমার তার মতো ভাষা জ্ঞান নেই।আর আমি চাই না তার মতো ভাষা জ্ঞান অর্জন করতে। প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমদের ভাষা জ্ঞান গোটা রাজ্যের জনগণ দেখেছেন বিগত নির্বাচনে জনৈক নির্বাচনী আধিকারিকের সঙ্গে ব্যবহারের সময়। অশ্লীল বাক্য বানকে যদি ভাষা জ্ঞান হয় এমন জ্ঞানের দরকার নেই বলে বিধায়ক উল্লেখ করেন। তিনি বলেন, কংগ্রেস-এআইইউডিএফ জোটের প্রাথমিক শর্ত হচ্ছে যে আসন যে দলের দখলে আছে সেই দলের মনোনয়ন দেওয়া হবে। সেই হিসাবে দক্ষিণ করিমগঞ্জ এআইইউডিএফের দখলে আছে। এবং এখানে এআইইউডিএফের প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হবে। তাই সিদ্দেক আহমদের দক্ষিণ করিমগঞ্জে মনোনয়ন পাওয়ার দাবি মিথ্যা ও কাল্পনিক গল্প। তিনি জনগনকে প্রতারিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। এভাবেই একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করে দক্ষিণ করিমগঞ্জের রাজনৈতিক পরিমণ্ডল উষ্ণ রেখেছেন দুই নেতা।

Posted On: Wednesday, September 23, 2020 9:48 PM
blog comments powered by Disqus