satnewsnetwork

সম্প্রীতির নিদর্শন - হিন্দু ব্যাক্তির সৎকার করলেন মুসলিম মানুষরা

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১২ সেপ্টেম্বর: করিমগঞ্জে পুনরায় এক সম্প্রীতির নিদর্শন। জেলার দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার জনকল্যাণ জিপির দশ নম্বর ওয়ার্ডের শ্যামল মালাকারের সম্পূর্ণ সৎকার করে সমাজের কাছে সম্প্রীতির বার্তা প্রেরণ করলেন রানিরপার ও গুয়াশপুর গ্রামের ইসলাম ধর্মালম্বী মানুষরা। শনিবার ভোর চারটায় পিএইচই কর্মী শ্যামল মালাকারের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর পেয়ে তার গুয়াশপুরের বাড়িতে উপস্থিত হন পাড়া প্রতিবেশীরা। ওয়ার্ড সদস্য জামাল উদ্দিন জানান, শ্যামলবাবু তারা একমাত্র হিন্দু পরিবার রয়েছেন গুয়াশপুর গ্রামে। তাই তাদের সুবিধা অসুবিধায় সর্বদা পাশে থাকেন গ্রামবাসীরা। শ্যামলবাবুর মৃত্যুতে শনিবারও এর ব্যাতিক্রম হয়নি।

NEWSজামাল উদ্দিন আরও বলেন ২০১৬ সালে শ্যামলবাবুর স্ত্রী মারা গেলে সেসময় গ্রামের মুসলিম যুবক ও মুরব্বী মিলে অন্তিম সৎকার করেছিলেন।সঙ্গে এও বলেন আগামীতে শ্যামলবাবুর পরিবারের পাশে থাকবে গুয়াশপুর গ্রামবাসী । তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনকল্যাণ জিপি সভা নেত্রীর প্রতিনিধি এলিম উদ্দিন।

Posted On: Saturday, September 12, 2020 10:50 PM
blog comments powered by Disqus