satnewsnetwork

গভীর রাতে ভুয়ো পাস লাগিয়ে ঘুরাফেরা করা সন্দেহ ভাজন যুবক আটক ত্রিপুরার কৈলাশহরে

খবর

রাম চক্রবর্ত্তী: পাথারকান্দি: ৩ সেপ্টেম্বর: বাইকে বিএসএফের ভুয়ো পাস লাগিয়ে কৈলাশহর এলাকায় ঘুরাফেরা করছে কিছু যুবক। বুধবার রাতে  কৈলাশহরের পিডব্লিউডি রোড এলাকায় দেখা যায় এমনই এক যুবককে । স্থানীয় জনগণের সন্দেহ জন্মালে কৈলাশহর থানার পুলিশকে খবর দেওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে এসে বাইক সহ যুবকটিকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকার মানুষ জানান, প্রায়ই এরকম কিছু যুবক বাইকে কিংবা গাড়িতে ভুয়ো কাগজ কিংবা পাস লাগিয়ে কৈলাশহরের বিভিন্ন  এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেলেও পুলিশের এব্যাপারে কোনো পদক্ষেপ দেখা যায় না। বুধবার গভীর রাতে কৈলাসহরের পিডব্লিউডি রোডে একটি কালো রঙের পালসার বাইকে  'অন ডিউটি বিএসএফ' লেখা  একটি পাস লাগিয়ে এক যুবককে ঘুরতে দেখে এলাকাবাসীর যথেষ্ট সন্দেহ হয়। এলাকাবাসীরা স্থানীয়  পুলিশকে খবর দেন। যুবকটি সংবাদমাধ্যমকে জানায়, তার নাম অর্জুন দেবনাথ। বাড়ি কৈলাশহরের লাটিয়াপুড়া গ্রামে। যুবকটি জানায়, সে সীমান্ত এলাকায় কাজ করে। এলাকায় কাজ করলে বাইকে 'অন ডিউটি বিএসএফ' লেখা  কেন তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি যুবকটি। যুবকটি বৈধ বা বিশ্বাসযোগ্য কোন কাগজ কিংবা কার্ডও দেখাতে পারেনি উপস্থিত পুলিশদের। তাছাড়া যুবকের সাথে বিএসএফের ভুয়ো পাস লাগানো পালসার বাইকে কোনো নাম্বার ছিলনা এবং বাইকটির কোনো রেজিষ্ট্রেশনও ছিলনা। পুলিশের এতে সন্দেহ হওয়াতে বাইক সহ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এধরণের ভুয়ো পাস লাগিয়ে কিছু যুবক রাতের বেলা ঘুরাফেরা করলেও পুলিশের কাছে কোনও খবর নেই। সাধারণ ভাবেই এলাকাবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

Posted On: Thursday, September 3, 2020 1:25 PM
blog comments powered by Disqus