satnewsnetwork

কালীগঞ্জে যাত্রী অপেক্ষাগার দখলের চক্রান্তে উত্তেজনা, এসপির দ্বারস্থ মটর চালক সমিতি

খবর

জগবন্ধু রায়: করিমগঞ্জ: ৩ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে মূল্যবান সরকারি জমির বেশিরভাগ ইতিমধ্যে বেদখলে চলে গেছে । সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকদের উদাসীনতায় শহর সহ জেলার নিলামবাজার, ভাঙ্গাবাজার, বদরপুর, বার‌ইগ্রাম, পাথারকান্দি এলাকায় একটি ভু-মাফিয়া চক্র সরকারি জমি বেদখলে বিগত কয়েক বছর থেকে সক্রিয় রয়েছে। জেলা ভূ-বাসন আধিকারিকের কার্যালয়ের কর্মচারীদের যোগসাজসেই এই ভূ-মাফিয়া চক্রটি তাঁদের রাজত্ব চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন মহলের অভিযোগ রয়েছে। এবার করিমগঞ্জ শহর সংলগ্ন কালীগঞ্জ বাজারস্থিত যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টার ভূ-মাফিয়ারা জবরদখল করে নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কালীগঞ্জ এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টার ভূ-মাফিয়াদের কবল থেকে উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় পুলিশও রহস্যজনক ভুমিকা পালন করছে বলে এলাকাবাসীর অভিযোগ। সরকারি এই যাত্রী অপেক্ষাগার নিয়ে শাসক বিরোধী উভয় শিবির এক ঘাটে জল খাচ্ছেন বলে কালীগঞ্জ মটর চালক সমিতির কর্মকর্তারা অভিযোগ উত্থাপন করেছেন। যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টার পুনরুদ্ধারের জন্য কালীগঞ্জ মটর চালক সমিতির কর্মকর্তারা বৃহস্পতিবার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক দু'টি স্মারকপত্র প্রদান করেছেন।
     জানা গেছে কালীগঞ্জ বাজারের চৌমাথায় মটর স্ট্যাণ্ডের জমিতে পূর্ত বিভাগ সাত-আট বছর পূর্বে সরকারি মঞ্জুরিকৃত অর্থে একটি বিশাল মার্কেট কমপ্লেক্সে নির্মান করা হয় । বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমদের উদ্যোগে মুখ্যমন্ত্রীর স্পেশাল পেকেজের অধীনে এমএলএ এবং এমপি এলাকা উন্নয়ন তহবিলের অধীনে রিকৃত অর্থে এখানে নির্মিত হয় দ্বিতল ভবন। কিন্ত কাজ সম্পন্ন হওয়ার পরই বিধায়কের অনুগত একাংশ লোক রাতারাতি মার্কেট কমপ্লেক্সের সবকটি রুম দখল করে নেয়। তারা তাদের পসরা সাজিয়ে দোকান খুলে বসেন। এক ব্যক্তি দু তিনটি কক্ষ দখল করে বসেন। দু- থেকে তিন লক্ষ টাকায় একেকটি রুম হাত বদল হয়েছে বলেও বিস্তর অভিযোগ উঠেছে। তৎকালীন সময়ে একই সঙ্গে এই নবনির্মিত ভবনে যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টারের দখল নেয় কালীগঞ্জ মটর চালক সমিতি। দীর্ঘ বছর ধরে সমিতির কর্মকর্তারা এই কাউন্টার থেকেই নির্বিবাদে কালীগঞ্জের যাত্রিবাহী গাড়ি গুলো পরিচালনা করে আসছেন। কিন্ত বিপত্তি ঘটে গত ২৮ আগস্ট গভীর রাতে। একটি দুষ্টচক্র এই যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টার দখল করে নেয়। সমিতির কর্মকর্তাদের অভিযোগ, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে মটর স্ট্যান্ডের যাত্রী অপেক্ষাগার ও টিকিট কাউন্টার দখলের জন্য চক্রান্ত শুরু করে। সুযোগ কাজে লাগায় লক ডাউন চলাকালীন। ২৮ আগস্ট লক ডাউনের সুযোগ নিয়ে গভীর রাতে এই দুষ্ট চক্রটি টিকিট কাউন্টারে তালা দিয়ে চলে যায়। পরদিন স্থানীয় জনগণের নজরে বিষয়টি আসতেই এলাকায় হৈচৈ পড়ে যায়। কালীগঞ্জ মটর চালক সমিতির পক্ষ থেকে তৎক্ষনাৎ এবিষয়ে উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি এজাহার দাখিল করা হয়। কিন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আর পি রংমাই আজ পর্যন্ত এই বন্ধ টিকিট কাউন্টার খোলার কোন পদক্ষেপ গ্রহণ করেন নি বলে অভিযোগ করে কালীগঞ্জ মটর চালক সমিতি। যারফলে কালীগঞ্জের বিভিন্ন ছাত্র সংগঠন, সচেতন নাগরিক ও কালীগঞ্জ মটর চালক সমিতির পক্ষ থেকে পৃথক পৃথক স্মারকপত্র জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে দাখিল করে এবিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। 

Posted On: Thursday, September 3, 2020 7:48 PM
blog comments powered by Disqus