জগবন্ধু রায়: স্যাট নিউজ:১৯সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলার ইন্দো-বাংলা আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকা লাতুকান্দি থেকে বিশাল পরিমাণ বিড়ি বাজেয়াপ্ত করলো সীমান্ত রক্ষী বাহিনী।সঙ্গে চালক সহ একটি ছোট লরিও আটক করেছে বিএসএফ। বাজেয়াপ্ত করা শেখ নাসিরউদ্দিন ব্র্যাণ্ডের বিড়ির ভারতীয় বাজার মূল্য ৭৫ হাজার ৬০০ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে তেসুয়া বিওপির বিএসএফের ০৭ নং ব্যাটেলিয়ানের গোয়েন্দা বাহিনী সীমান্ত এলাকায় রুটিন টহলদারির সময় সন্দেহভাজন একটি ছোট লরি তাঁদের নজরে পড়ে। টহলরত জওয়ানরা লরিটি আটক করে তাল্লাশী চালান। আর এতেই ধরা পড়ে যে, ওপারে পাচারের উদ্দেশ্যে লরিতে বিশাল পরিমাণ ভারতীয় শেখ নাসিরউদ্দিন ব্র্যাণ্ডের বিড়ি রয়েছে। লরি চালক দিলওয়ার হুসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে বিএসএফ কে জানায় ওপারে পাচারের উদ্দেশ্যেই বিড়ি গুলো সীমান্ত এলাকায় নিয়ে এসেছে। কে বা কারা এই পাচার কার্যে জড়িত, তদন্তের স্বার্থে বিএসএফ এবিষয়ে খোলসা করে কিছু জানায়নি। বিএসএফের তাল্লাশীতে লরি থেকে ১৬৮ বাণ্ডিল শেখ নাসিরউদ্দিন ব্র্যাণ্ডের বিড়ি উদ্ধার হয়। বাজেয়াপ্ত বিড়ি সহ পাচার কার্যে ব্যবহৃত লরি ও চালক দিলোওয়ার হুসেনকে বিএসএফ শনিবার দিন করিমগঞ্জ সদর থানায় সমঝে দিয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।
আন্তর্জাতিক সীমান্তের লাতুকান্দি থেকে বিশাল পরিমাণ বিড়ি বাজেয়াপ্ত করলো বিএসএফ
Posted On: Saturday, September 19, 2020 4:26 PM