নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ৪ সেপ্টেম্বর : বৃহস্পতিবার পর্যন্ত করিমগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬১০ । বৃহস্পতিবার জেলায় নতুন করে মোট ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন । এরমধ্যে ৬০ জন রেপিড এন্টিজেন টেস্টে এবং ৩১ জন পিসিআর টেস্টে শনাক্ত হন। দিনটিতে মুঠ ৯৭৯ জনের রেপিড টেস্ট করা হয় । বৃহস্পতিবার সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা ছিল ৫১ জন । এখন পর্যন্ত মোট ১৬৩১ জন সুস্থ হয়েছেন। জেলায় সর্বমোট ২৯ হাজার পিসিআর এবং ৩৪ হাজার রেপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে।
কোভিড আক্রান্তের সংখ্যা আড়াই হাজার অতিক্রম করল করিমগঞ্জে
Posted On: Friday, September 4, 2020 2:41 PM