satnewsnetwork

হাইলাকান্দিতে আড়াই হাজার অতিক্রম করলো করোনা আক্রন্তের সংখ্যা

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ৬সেপ্টেম্বর: রাজ্যের প্রান্তিক ছোট্ট জেলা হাইলাকান্দিতে আড়াই হাজারের ঘর অতিক্রম করলো করোনা। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৫২০। জেলাটিতে রবিবার নতুন করে ১৩ জন কোভিড পজিটিভ ধরা পড়েছেন। যার ফলে জেলায় মোট সংখ্যা হয়েছে ২,৫২০ জন। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার ১৩ জন পজিটিভই র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের (আরএটি) আওতায় সনাক্ত করা হয়েছে। এদিন ৪৮৮ জনের সোয়াব নমুনা নেওয়া হয়েছে। আরএটি-র আওতায় এখন পর্যন্ত  মোট ১৩২২ ধরা পড়েছেন যাদের ৫০ শতাংশের বেশি নেই ভ্রমণের ইতিহাস। জেলায় ২,০৪৮ জন ব্যক্তি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছেন। জেলায় সক্রিয় মামলার সংখ্যা ৪১৯ জন এবং উপসর্গহীন ১৪৫ জন ব্যক্তি রয়েছেন হোম আইসোলেশনে। এখন পর্যন্ত ২৩,২২৭ জনের সোয়াব নমুনা নেওয়া হয়েছে এর মধ্যে ১৮,৯৪৮ নিগেটিভ এসেছে এবং ২,২০১ জন  ব্যক্তির সোয়াব ফলাফল প্রতীক্ষিত জানিয়েছেন স্বাস্থ্য কর্তৃপক্ষ।।

Posted On: Sunday, September 6, 2020 7:57 PM
blog comments powered by Disqus