satnewsnetwork

১২ সেপ্টেম্বর পর্যন্ত করিমগঞ্জে করোনা আক্রান্ত ৩৩৪২

খবর

নিউজ ডেস্ক: স্যাট নিউজ: ১২ সেপ্টেম্বর: করিমগঞ্জ সহ গোটা বরাক উপত্যাকায় হু হু করে বাড়ছে করোনা আক্রন্তের সংখ্যা। শনিবার করিমগঞ্জে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়ায় ৩৩৪২ । এপর্যন্ত জেলায় মোট ৩৫ জনের মৃত্যু ঘটেছে কোভিড আক্রান্ত হয়ে। জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, এখন পর্য্যন্ত মোট ২৪৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে মোট ৮৪০ জন আক্রান্ত আছেন। ৫৫০ জন হাসপাতালে চিকিত্সাধীন রাখা ছাড়াও ১২৯১ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছিল । এখন পর্য্যন্ত মোট র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা ৪১৪৬৮, যার থেকে পজিটিভ সনাক্ত হয়েছেন মোট ১৮৪৫ জন। আরএটিপিসিআর পরীক্ষা করা হয়েছে মোট ১২৩৪০, এর থেকে ১১০ জনের ফলাফল আসে পজিটিভ। 

Posted On: Saturday, September 12, 2020 9:44 PM
blog comments powered by Disqus