রাম চক্রবর্তী:পাথারকান্দি:৬ সেপ্টেম্বর: পেট্রোল পাম্প, সিএনজি স্টেশনের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে ত্রিপুরায় সক্রিয় রয়েছে প্রতারক চক্র।রাজধানী আগরতলার শান্তি হোটেল থেকে গ্রেপ্তার করা হল দুই প্রতারককে। সম্প্রতি বিপিসিএল-র সাথে ত্রিপুরা মাকফেটে একটি চুক্তি করে। সেই চুক্তি মোতাবেক ত্রিপুরায় বেশ কিছু নতুন পেট্রোলপাম্প ও সিএনজি স্টেশনের ডিলারশিপ দেওয়া হবে মাকফেট কে।ত্রিপুরা মাকফেট বিজ্ঞাপন জারি করে যে যাদের নিজস্ব ভুমি আছে এবং শর্তসাপেক্ষ নিয়ম গুলি মেনে আবেদনের মাধ্যমে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশনের লাইসেন্স পেতে পারেন। সেটা দেখেই কিছু প্রতারক ফাঁদ পাতে। ৪৫ লক্ষ টাকা দিলেই লাইসেন্স পাওয়া যাবে। এমন খবর আসে ত্রিপুরা মাকফেটের উপসভাপতি তাপস ঘোষের কাছে। তিনি নিজে পরিচয় গোপন রেখে প্রতারক চক্রের সাথে যোগাযোগ করেন। তিনি আগ্রহ প্রকাশ করায় প্রতারক চক্র তাঁর সাথে দেখা করতে আসে। রাজধানী আগরতলার শান্তি হোটেলে তপন দে সহ আরো এক প্রতারক দেখা করতে এসে। সেসময় পুলিশ ওৎ পাতে। প্রতারকরা সাক্ষাতে আসলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এব্যাপারে তাপস ঘোষ জানান যে রাজ্য সরকার কে বদনাম করার প্রয়াস চলছে। এই চক্রের সাথে আরোও কারা জড়িত সেই পান্ডাদের খুঁজে বের করতে হবে। বিষয়টি সাংসদ প্রতিমা ভৌমিককও জানানো হয়েছে। এই দুই প্রতারকই ত্রিপুরার বাসিন্দা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে ।
পেট্রল পাম্পের লাইসেন্স পাইয়ে দিতে সক্রিয় দুই প্রতারক আটক ত্রিপুরায়
Posted On: Sunday, September 6, 2020 11:13 AM