satnewsnetwork

বাংলাদেশ পাচারের পথে গাঁজা সহ আটক দুই পাচারকারী

খবর

জগবন্ধু রায়: ১৬সেপ্টেম্বর: এক বাংলাদেশী ও এক ভারতীয় গাঁজা পাচারকারীকে আটক করা সহ প্রায় ২ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করলো বিএসএফের ০১ নং ব্যাটেলিয়ানের গোয়েন্দা বিভাগ। গাঁজা পাচারকারীদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন‌ও জব্দ করেছে বিএসএফ। উদ্ধার করা গাঁজার ভারতীয় বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে কাছাড় জেলার কাঠিগড়া থানার অন্তর্গত ভারত-বাংলা আন্তর্জাতীক সীমান্তবর্তী নাথানপুর এলাকায় এক অভিযান চালিয়ে এই সফলতা পায় বিএসএফের "ই" কোম্পানির জ‌ওয়ানরা। ওপারে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় ২ কেজি পরিমাণ গাঁজা ও দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয় বিএসএফ। বিএসএফের জিজ্ঞাসাবাদে এক পাচারকারী নিজের পরিচয় দিয়ে বলে তার নাম আব্দুল রাহেল আহমদ (১৬), পিতার নাম মান্নান, বাড়ি বাংলাদেশ সিলেট জেলার বসাতল গ্রামে। দ্বিতীয় পাচারকারীর বাড়ি কাছাড় জেলার ভারত-বাংলা আন্তর্জাতীক সীমান্তবর্তী নাথানপুর গ্রামে। তাঁর নাম গৌতম দাস এবং পিতার নাম অনিল দাস বলে জানায়। দুই পাচারকারী সহ উদ্ধার করা গাঁজা কাঠিগড়া থানায় সমঝে দেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।

Posted On: Wednesday, September 16, 2020 12:06 PM
blog comments powered by Disqus