সুদীপ দাস: স্যাট নিউজ: ১মার্চ: সীমান্ত জেলা করিমগঞ্জের ভারত বাংলা সীমান্তে কয়েক লক্ষাধিক টাকার সামগ্রী বন্টন করল সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটেলিয়ন । গত দুইদিন আগে লাতু এবং গবিন্দপুর সীমান্তে প্রায় দুই লক্ষাধিক টাকার সামগ্রী বন্টনের পাশাপাশি সোমবার ফের লক্ষীবাজার সীমান্তে কয়েক লক্ষ টাকার সামগ্রী বন্টন করে করিমগঞ্জের সীমান্তের দায়িত্বে থাকা ০৭ নং ব্যাটালিয়ন । স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রীড়া সামগ্রী, বই খাতা সহ সীমান্ত পিছিয়ে পড়া মানুষদের মধ্যে বন্টন করা হয় প্রয়োজনীয় সামগ্রী । নির্দিষ্ট সূচি অনুযায়ী এদিন উত্তর করিমগঞ্জের চাঁন্দসিকোনা বিওপি এলাকায় থাকা আব্দুল বারী প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথি বিওপি এলাকায় থাকা ইমামগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহ লাফসাইলে বিওপি অধীনে থাকা সীমান্তবাসীর মধ্যে বিতরণ করা হয় পানীয় জলের ট্যাংক, মটর পাম্প, পাইপ সহ অন্যান্য সামগ্রী ।
অনুুষ্ঠানে উপস্থিত থাকেন সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটালিয়নের সেকেণ্ড ইন কমাাণ্ড পঙ্কজ সুদান, ডেপুটি কমাডেন্ট এ সি মন্ডল সহ ইন্সপেক্টর বিবি সিং, পঙ্কজ কুমার । সামগ্রী বন্টন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিএসএফের সেকেন্ড ইন কমান্ড পঙ্কজ সুদান বলেন যে, সীমান্ত বাসীর মধ্যে প্রত্যেক বছর সিভিক একশন প্রোগ্রামের মধ্যে দিয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, সামগ্রী বন্টন করে থাকে বিএসএফ । ব্যতিক্রম হয়নি এবছরও । অতিমারী কভিদের নীতিমালা মেনে করিমগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় সামগ্রী বন্টন অব্যাহত রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর ০৭ নং ব্যাটালিয়নের পক্ষ থেকে । তিনি বলেন যে, সীমান্ত এলাকায় পিছিয়ে পড়া মানুষের কথা মাথায় রেখে অর্থ বরাদ্দ করে থাকে ভারত সরকার এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর মাধ্যম দিয়েই সেগুলি তোলে দেওয়া হয় সীমান্তবর্তী মানুষের মধ্যে । শ্রী সুদান আরো বলেন যে, করিমগঞ্জে সীমান্তের মূল সমস্যা রয়েছে পানীয় জলের । যার কারনে পানীয় জলের সুরাহা করতে এবারে সিভিক একশন প্রোগ্রামের প্রাধান্য দেওয়া হয়েছে । গবিন্দপুরে পানীয় জলের ফিল্টার বিতরণ করা হয়েছে । পাশাপাশি সোমবার লাফসাইলে বিতরণ করা হয়েছে জলের ট্যাংক সহ মোটর মেশিন পাইপ । বিতরণ করা সামগ্রী গুলির সদ্ব্যবহার করতে তিনি আহ্বান রাখেন সীমান্ত বাসীর প্রতি । বক্তব্য রাখেন ডেপুটি কমাডেন্ট এসি মন্ডল ।