satnewsnetwork

নির্বাচনি প্রচারাভিযানে মাস্ক সেনিটাইজার বাধ্যতামূলক

খবর

নিউজ:ডেস্ক:স্যাটনিউজ:১মার্চ: আসন্ন নির্বাচনের প্রচারাভিযান ভোটদান পর্ব ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে কোভিদ বিধি কঠোরভাবে মেনে চলতে রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দিলেন করিমগঞ্জের জেলাশাসক আনবামুথান এমপি। সোমবার জেলার সব রাজনৈতিক দলের কর্মকর্তাদেরকে  আসন্ন নির্বাচনের বিধিনিষেধ গুলি জানিয়ে দিতে আয়োজিত এক বৈঠকে একথা বলেন জেলাশাসক। তিনি বলেন সভা-সমিতি শোভাযাত্রা ইত্যাদি সর্বক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক। ৮০ বছরের উর্ধ্বের ভোটার এবং দিব্যাঙ্গ ভোটারদেরকে অ্যাবসেন্টি ভোটার হিসাবে চিহ্নিত করে তাদেরকে পোস্টাল ব্যালট ইস্যু করার কাজ প্রশাসন থেকে চালানো হচ্ছে‌। সভায় নির্বাচনী আদর্শ আচরণবিধির কপিগুলি সব রাজনৈতিক দলের হাতে তুলে দেওয়া হয়। নির্বাচনী খরচ ধরার সংশ্লিষ্ট জিনিসগুলির ভাড়ার রেট এর তালিকা রাজনৈতিক কর্মকর্তাদের হাতে তুলে দিয়ে এক্সপেন্ডিচার মনিটরিং টিমের ইনচার্জ সিইও অমলেন্দু রায় জানান যে, জেলার নির্বাচনী অপরাধ ধরতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে এসএসটি, এফ এস টি, ভিএস টি  ইত্যাদি টিম টহলদারি চালাবে । এতে সিনিয়র  পুলিশ অফিসারও থাকবেন। সভায় মিডিয়া সার্টিফিকেশন  এণ্ড মনিটরিং কমিটির সদস্য সচিব সাজ্জাদুল হক চৌধুরী মিডিয়ায় বিজ্ঞাপনের অনুমোদিত হার তুলে দিয়ে জানান যে পেড নিউজ সংক্রান্ত নজরদারি জেলায় শুরু হয়েছে। সোমবারের সভায় জেলা পরিষদ সিইও অমলেন্দু রায় , অতিরিক্ত জেলা শাসক জেমস এইন্ড, নির্বাচন আধিকারিক জাগৃৃতি কালোয়ার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে বিজেপি থেকে দিলীপ দাস, এ আই ইউ ডি এফ থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী, কংগ্রেসের পক্ষ থেকে ফয়েজ আহমেদ চৌধুরী, এজিপি থেকে রিজু আহমেদ তালুকদার উপস্থিত ছিলেন।

Posted On: Monday, March 1, 2021 6:29 PM
blog comments powered by Disqus