satnewsnetwork

আর্ত মানুষের সেবায় তত্পর করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন

খবর

স্যাট নিউজ: করিমগঞ্জ: ১৫জুন:  আর্তের সেবায়, অসহায় মানুষের পাশে সর্বদা ‘রামকৃষ্ণ মঠ ও মিশন’, তা আবারো প্রমাণিত হল । অতিমারীর সময়ে গত বছর লকডাউনের প্রথম দিন থেকেই জেলার বিভিন্ন প্রান্তের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে থেকে, ধারাবাহিকভাবে তুলে দেওয়া হয়েছিল ত্রাণসামগ্রী। এবার, ভয়াবহ দুর্দিনের মধ্যে দিনযাপন করা, পরিবহন শ্রমিকদের পাশে থেকে নজির স্থাপন ‘করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের’ ।

news

         এক সময় কলেরা আক্রান্ত, বানভাসি, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সেবায় নিজেদের নিয়োজিত থাকতে দেখা গিয়েছে। কিন্তু করোনা ভাইরাস নিয়ে গোটা জেলার শহরাঞ্চল সহ গ্রাম, সীমান্ত এলাকা দরিদ্র-সাধারণ মানুষদের পাশে থেকে মানব সেবায় ব্রতি হয়েছে করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন । কভিদের দ্বিতীয় ওয়েবে একটানা এগারো দিন বিভিন্ন গ্রামে খাদ্যসামগ্রী বিতরণের পর মঙ্গলবার আশ্রম সহ করিমগঞ্জ ভারত বাংলা সীমান্ত তেশুয়া দলগ্রাম গ্রামের ১৬০ জন গৃহস্থের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে । করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ ও মিশনের অফিস থেকে এই ত্রাণসামগ্রী নিয়ে সকাল বেলা সেচ্চাসেবকদের নিয়ে উপস্থিত হন স্বামী শ্যমলানন্দজী মহারাজ । মিশনের পক্ষ থেকে মহারাজ বলেন, “রামকৃষ্ণ মিশন সর্বদা অসহায় মানুষের সেবায় নিয়োজিত। এই দুর্দিনেও মানুষের পাশে দাঁড়িয়ে রামকৃষ্ণ মিশন নিজেদের কর্তব্য পালন করে চলেছে।” প্রসঙ্গত গত বছর করোনাকালে লকডাউনের প্রভাবে মানুষের করুণ দুর্দশা দেখে দেখে হত-দরিদ্র মানুষদের পাশে ঝাঁপিয়ে পড়েছিলেন সেবা সমিতির সচিব স্বামী প্রভাসনন্দাজি মহারাজ । প্রধান মহারাজের মতে, জীব সেবাই ভগবানের সেবা। নিরন্ন অসহায় পীড়িত নর নারায়ণের সেবায় করাই রামকৃষ্ণ সেবা সমিতির লক্ষ্যে । গেল বছরের বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি মানুষ এরই মধ্যে এবছরও পুনরায় কোভিদের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরে জেলা জুড়ে চলে লকডাউন । যার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা হয়ে উঠে বিপর্যস্ত । আর তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে দ্বিতীয় দফায় টানা এগারো দিন থেকে গ্রামে গ্রামে গিয়ে রিলিফ বিতরণ করা হয়েছে বলে জানান সচিব মহারাজ নিজে । তিনি জানান, এবারে ১২ লক্ষ টাকা বাজেট ধার্য করে কয়েক হাজার পরিবারের হাতে খাদ্য সামগ্রী তোলে দেওয়া হয় আশ্রমের পক্ষ থেকে । যার খরচ আনুমানিক ১৪ লক্ষ্য টাকায় গিয়ে পৌঁছবে । আরো বলতে গিয়ে প্রভাসনন্দাজি বলেন যে, স্বামী বিবেকানন্দের আদর্শ মতোই  সেবামূলক কাজ করে থাকে সেবা সমিতি ।  আর্ত মানুষের সেবাকাজই আমাদের লক্ষ্য । এবারে কভিদের দ্বিতীয় ওয়েবে কিছুটা হলে মানুষের পাশে দাঁড়াতে সেচ্চসেবক সহ ভক্তদের সঙ্গে নিয়ে সন্ন্যাসীরা জেলার ছুটে গেছেন একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ।

Posted On: Tuesday, June 15, 2021 7:50 PM
blog comments powered by Disqus