satnewsnetwork

শ্রীভূমি জেলায় সোমবার ১০০১৮ জন ছাত্রীকে নিযুত মইনা ২.০ এর চেক প্রদান

খবর

জনসংযোগ, শ্রীভূমি ২৭ অক্টোবর : সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও সোমবার মুখ্যমন্ত্রীর নিযুত মইনা প্রকল্প ২.০ এর চেক বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে সোমবার রাজ্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত (পিএমজিএসওয়াই) বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পাথারকান্দি বিধানসভার অন্তর্গত সোনাখিরার স্বামী বিবেকানন্দ কলেজে আনুষ্ঠানিক ভাবে ছাত্রীদের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সহকারী আয়ুক্ত রংবামন টেরন এবং কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, এদিন জেলায় ৪২ টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ও বাকী ৭ টি মহাবিদ্যালয়েও ছাত্রীদের এই প্রকল্পের সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানগুলিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কর্তৃক গুয়াহাটিতে অনুষ্ঠিত চেক বিতরণ কার্যক্রমের মুল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে দেখানো হয়। এদিন এতে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে এডিসি অমৃত প্রভা দাস, করিমগঞ্জ কলেজে সার্কেল অফিসার জাগৃতি কালোয়ার, রামকৃষ্ণ নগর কলেজে সম জেলা আয়ুক্ত নিলোৎপল পাঠক, নীলমনি এইচএস স্কুলে এডিসি আনিস রসুল মজুমদার, বদরপুর এনসি কলেজে সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম, পাথারকান্দি কলেজে সহকারী আয়ুক্ত অন্বেষা খেরসা, আসিমিয়া এইচ এসে স্কুলে সহকারী আয়ুক্ত আলমগীর লস্কর, বালিপিপলা এইচ এস স্কুলে সার্কেল অফিসার অদিতি নুনিসা, মহাবীর পাবলিক এইচ এস স্কুলে সহকারী আয়ুক্ত রুপক মজুমদার, ধুপানপুর ট্রাইব্যাল এইচ এস স্কুলে সার্কেল অফিসার সৌভিক দত্ত, বোধন এইচ এস স্কুলে সহকারী আয়ুক্ত মানস প্রতিম বংজং, সিভিপি এইচ এস স্কুলে সার্কেল অফিসার জনাথন ভাইপেই, নিলাম বাজার কলেজে ইলেকশন অফিসার রৌসিনুল আলম, এস ভি বিদ্যানিকেতন এইচ এস স্কুলে সার্কেল অফিসার বিপ্লব শর্মা বরদলৈ, গান্ধাই এইচ এস স্কুলে সার্কেল অফিসার রুথি ওয়াজ সেলাটে প্রমুখ এবং বাকি শিক্ষা প্রতিষ্ঠানেও প্রশাসনিক ও শিক্ষা বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে নিযুত মইনা প্রকল্পের চেক প্রদান করেন। এদিন জেলায় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪৮৭ জন ছাত্রী এবং স্নাতক স্তরে ৪৫৩১ জন ছাত্রীকে এই চেক প্রদান করা হয়েছে। উল্লেখ্য, উচ্চ শিক্ষায় ছাত্রীর ভর্তি বৃদ্ধি, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী অবস্থায় মাতৃত্বের হার হ্রাস, আবেগিক মানসিক ও শারীরিকভাবে পরিপক্ক না হওয়া পর্যন্ত মেয়েদের বিবাহ প্রতিরোধ এবং শিশু শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষার অধিকার সুনিশ্চিত করতে রাজ্য সরকার থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। এর অধীনে সরকারি ও সরকারি অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের প্রতিমাসে একাদশ শ্রেণী থেকে ১০০০ টাকা, স্নাতক প্রথম বর্ষ থেকে ১২৫০ টাকা এবং স্নাতকোত্তর স্তরে ২৫০০ টাকা করে বছরে দশ মাসের জন্য প্রদান করা হচ্ছে।

Posted On: Monday, October 27, 2025 10:58 PM
blog comments powered by Disqus