
নিউজ ডেস্ক , ১১ অক্টোবর : করিমগঞ্জ অসামরিক হাসপাতালে এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় নিজের মাকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে পুত্রের বিরুদ্ধে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুত্র সঞ্জীব সিনহাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নৃশংস কাণ্ডে গোটা শ্রীভূমি জেলা স্তম্ভিত ও উত্তাল হয়ে উঠেছে। সূত্রে খবর, জেলার পাথারকান্দি সমষ্টির নলুয়া গ্রামের বাসিন্দা ৬০ বছর বয়সী রাজকুমারী সিনহাকে শুক্রবার রাত ৯টা নাগাদ করিমগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পুত্র সঞ্জীব সিনহা নিজেই চিকিৎসার জন্য মাকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকরা বিশেষ কোনো শারীরিক জটিলতা না পেয়ে রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু হঠাৎই শনিবার করিমগঞ্জ সরকারি হাসপাতালে ঘটে গেল এই লোমহর্ষক ঘটনা। অভিযোগ, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা নিজের মাকে মারধর করার পর শ্বাসরোধ করে হত্যা করেন পুত্র সঞ্জীব সিনহা। হাসপাতালের নার্সরা রাজকুমারী সিনহাকে বিছানার নিচে পড়ে থাকতে দেখে বাঁচাতে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সদর থানায় এই বিষয়ে খবর দেয়। পুলিশ দ্রুত হাসপাতালে এসে অভিযুক্ত সঞ্জীব সিনহাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তবে ঠিক কী কারণে পুত্র তার নিজের মাকে হত্যা করল, তা এখনও জানা যায়নি। মৃত রাজকুমারী সিনহার মরদেহ বর্তমানে সরকারি হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই পুরো ঘটনাটি পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় সমগ্র শ্রীভূমি জেলায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।