satnewsnetwork

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রীভূমিতে ৮ নভেম্বর ঐক্য পদযাত্রা ও অন্যান্য কার্যসূচিতে অংশ গ্রহণ ও রেজিষ্ট্রেশন করতে আহ্বান

খবর

জনসংযোগ,শ্রীভূমি, ১ নভেম্বর : সমগ্র দেশে লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৫০ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ৩১ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত একতার পদযাত্রা ও অন্যান্য বিভিন্ন কার্যসূচি অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে শ্রীভূমি জেলায়ও আগামী ৮ নভেম্বর একতা পদযাত্রা অনুষ্ঠিত হবে। কেন্দ্র সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের বিকশিত ভারত পদযাত্রা এবং সর্দার@১৫০ ঐক্য পদযাত্রা বা ইউনিটি মার্চ কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় জেলা পর্যায়ের পদযাত্রা ৮ নভেম্বর সকাল ৯ টায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে বের করা হবে। এই পদযাত্রায় স্কুল কলেজের ছাত্র ছাত্রী, এনসিসি, এনএসএস ক্যাডেট, মেরা যুবা ভারতের অধীনের ক্লাব, বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা, জন প্রতিনিধি, সরকারি আধিকারিক ও কর্মী এবং সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করবেন। এই অভিযানের প্রধান লক্ষ্য হল জেলা-স্তরের পদযাত্রা পাশাপাশি প্রবন্ধ ও বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, পথনাটিকা, পরিচ্ছন্নতা অভিযান, যোগা ক্যাম্প এবং স্বদেশী মেলার মতো বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে যুব সমাজের মধ্যে একতা, জাতীয় ঐক্য এবং নাগরিক অংশগ্রহণকে উৎসাহিত করা। এই উপলক্ষে, সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কার্যালয়গুলিকে একতা পদযাত্রা ও অন্যান্য কার্যসূচিতে অধিক সংখ্যাক যোগদান সুনিশ্চিত করতে মাই ভারত পোর্টাল : https://mybharat.gov.in/pages/unitymarch- এর মাধ্যমে অধিক সংখ্যাক রেজিষ্ট্রেশন করতে আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির কর্মপন্থা স্থির করতে শনিবার শ্রীভূমির জেলা আয়ুক্ত তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন এতে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহ উপস্থিত ছিলেন। সভায় সাংসদ সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবন আদর্শ ও একতার বার্তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় জেলা আয়ুক্ত ও সাংসদ ৮ নভেম্বরের একতা পদযাত্রায় সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণ করতে আহ্বান জানান।

Posted On: Saturday, November 1, 2025 5:22 PM
blog comments powered by Disqus