satnewsnetwork

পাথারকান্দিতে পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে ৩০ লক্ষ টাকার মাদক সহ আটক দুই পাচারকারী

খবর

নিউজ ডেস্ক : মাদক বিরোধী অভিযানে আবারও সফল হল শ্রীভূমি জেলার পাথারকান্দি পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার পাথারকান্দি রেলস্টেশন সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে জানা গেছে।

 

জানা গেছে এএস ২৪বি ৪৪৫০ নম্বরের একটি সাদা রঙের অল্টো গাড়ি ব্যবহার করে মাদক পাচার করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ গাড়িটিকে রেলস্টেশন থেকে বের হওয়ার সময় স্টেশন রোডে আটকায়। তল্লাশির সময় গাড়িটির ভেতর থেকে সাতটি বাক্স উদ্ধার করা হয়। ওই বাক্সগুলির ভেতরে মোট ৭৪ গ্রাম হেরোইন পাওয়া যায়। পাশাপাশি দুই পাচারকারী কে পাকড়াও করে পুলিশ । আটক দু’জনের নাম এনামুল হক ও জবরুল হক। ধৃত এনামুল হকের বাড়ি রাতাবাড়ী থানার সোনাইপুর গ্রামে, আর জবরুল হকের বাড়ি মহিতোষপুর গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

পুলিশ জানায়, ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিক অনুমান। মাদক পাচারের পেছনে আরও বড় চক্র সক্রিয় আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

 

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছে, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের কঠোর পদক্ষেপই একমাত্র প্রতিরোধের পথ বলে মনে করছেন সচেতন মহল। ধৃত দুই সরবরাহকারীকে পাথারকান্দি থানায় আটক রেখে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা রুজু করা হয়েছে।

Posted On: Friday, September 12, 2025 9:46 AM
blog comments powered by Disqus