
শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে ৫ জন জিআইএস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে । পদগুলোর আবেদনের জন্য আগামি ১৯ সেপ্টেম্বর ওয়াক ইন ইন্টারভিউ হবে শ্রীভূমি ডিসি অফিসে । মিশন বসুন্ধরা ৩.০ এর অধীনে ৫ জন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা জিআইএস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৯টায় শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয় প্রাঙ্গণে এক ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। এই পদের জন্য ভারতীয় নাগরিক প্রার্থী যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে যথা সময়ে সিলেকশন কমিটির সম্মুখে উপস্থিত হতে হবে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জিওগ্রাফি বা জিওলজি বা মেথেমেটিক্স বা জিও ইনফরমেটিক্স বা ফিজিক্স বা কম্পিউটার সাইন্সে স্নাতক ডিগ্রি অথবা জিআইএস ও রিমোট সেনসিং বা জিও ইনফরমেটিক্স সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট বা ডিপ্লোমা। নতুবা জিআইএস ও রিমোট সেনসিং বা জিও ইনফরমেটিক্সে এমটেক বা এমএসসি অথবা জিও ইনফরমেটিক্স একটি বিষয় হিসেবে নিয়ে জিওগ্রাফি বা জিওলজি বা মেথেমেটিক্স বা এনভায়রনমেন্ট সাইন্সে এমসিএ বা এমএ বা এমএসসি। প্রার্থীদের বয়স চলতি বছরের পয়লা জানুয়ারি তারিখে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। এই পদে মাসিক ২৫ হাজার টাকা পারিশ্রমিক প্রদান করা হবে। বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ের নোটিশ বোর্ড ও শ্রীভূমি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।