satnewsnetwork

দুর্গাপুজোকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ আবগারি বিভাগের

খবর

সুস্মিতা দাস: স্যাট নিউজ :২৪ সেপ্টেম্বর :: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শ্রীভূমি শহরের ছন্তর বাজারে অবৈধ মদের বিরুদ্ধে বড়সড় অভিযানের ঘোষণা করল আবগারি বিভাগ। জেলার আবগারি বিভাগের সুপারিন্টেনডেন্ট সিদ্ধার্থ শংকর দাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী চার থেকে পাঁচ দিন ধরে দুর্গাপুজোর সময় শহরের অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, ছন্তর বাজার দীর্ঘদিন ধরেই অবৈধ মদের ঘাঁটি হিসেবে পরিচিত। আবগারি বিভাগ প্রতিনিয়ত অভিযান চালালেও বহু সময় মদ ব্যবসায়ীরা আগাম খবর পেয়ে চম্পট দেয়। তবুও আবগারি বিভাগের হানা থেকে উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ বিদেশি মদ। সুপারিন্টেনডেন্ট দাসের কথায়—
আমরা নিয়মিত অভিযানে যাচ্ছি, বহু অবৈধ ঘাঁটি ভেঙে দেওয়া হয়েছে। তবুও অনেকে পালিয়ে গিয়ে রক্ষা পাচ্ছে। তবে দুর্গাপুজো চলাকালীন শহরে সুষ্ঠুভাবে উৎসব উপভোগের স্বার্থে প্রতিনিয়ত অভিযান চালানো হবে।”

সুপারিন্টেনডেন্ট আরও জানান, উৎসবের দিনগুলিতে মানুষ যাতে আনন্দ উপভোগ করতে পারে এবং শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, তার জন্য ছন্তর বাজারসহ শহরের প্রতিটি অবৈধ মদের আড্ডাকে টার্গেট করা হবে। সেইসঙ্গে তিনি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। তাঁর মতে, প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই অবৈধ ব্যবসা পুরোপুরি গুড়িয়ে দেওয়া সম্ভব নয়।

আবগারি বিভাগের এই পদক্ষেপে উৎসবের আগে স্থানীয় মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তাঁদের আশা, এবছরের দুর্গাপুজো শ্রীভূমি শহরে হবে শান্তিপূর্ণ ও আনন্দমুখর। এক কথায়, সুষ্ঠু পরিবেশে পুজো উপহার দিতে বদ্ধপরিকর শ্রীভূমি আবগারি বিভাগ।

Posted On: Wednesday, September 24, 2025 5:57 PM
blog comments powered by Disqus